প্রকাশিত: Sun, Jul 9, 2023 1:26 PM আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM
[১]শি কে বাইডেন, মনে রাখবেন, চীনের অর্থনীতি পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল
সাজ্জাদুল ইসলাম: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ‘৬০০ আমেরিকান কর্পোরেশন দেশটি থেকে ছেড়ে চলে এসেছে।’ যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে নানা বিষয়ে উত্তেজনা ও হতাশা বিরাজ করার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন বাইডেন। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
[৩] রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর জো বাইডেন শি জিনপিংকে বলেছিলেন, সতর্ক হোন, কারণ বেইজিং পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল। মার্কিন সম্প্রচার সংস্থা সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। বাইডেন বলেন, ‘তার একথা কোন হুমকি নয়। একটা পর্যবেক্ষণ।’ তিনি চীনা প্রেসিডেন্টকে বলেন, ‘শি আপনি আমাকে বলেছেন যে, আপনার দেশের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। তাই সতর্ক হোন।’
[৪] গত মার্চ মাসে পুতিন ও শি দুই দিনের বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়। তারা উভয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের আলোচনায় কোন অগ্রগতি হয়নি। চীন ও রাশিয়ার নেতারা গত সপ্তাহেও ভার্চুয়াল বৈঠকে মিলিত হন।
[৫] তাইওয়ানসহ জাতীয় নিরাপত্তার বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর চীনে অত্যাধুনিক প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানেট ইয়েলেন এখন অবশ্য চীন সফরে রয়েছেন।
[৬] তার কথা শোনার পর শি কি বললেন, প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘তিনি আমার কথা শুনেছেন এবং কোন যুক্তি দেখাননি। এছাড়া আপনি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে, তিনি রাশিয়ার প্রতি সর্বাত্মক সমর্থনও ব্যক্ত করেননি। তাই আমি মনে করি, তার সঙ্গে আমরা কাজ করতে পারবো।’ সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে